ময়মনসিংহ প্রতিনিধি, জাকির হোসেন
ময়মনসিংহে তৃতীয় লিঙ্গ হিজরা জাতি সম্প্রদায়ের উদ্যোগে মসজিদ নির্মাণ
সাধারণত মসজিদে নারীর নামাজের ব্যাস্হা থাকে না,এবার
ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে দক্ষিণ চরকালীবাড়ী এলাকায় সিটি কর্পোরেশন এর ৩২ নং ওয়ার্ডে সরকারী ভাবে বরাদ্ধকৃত জায়গায় বেশ কিছু সংখ্যক হিজড়াদের উদ্যোগে, নিজস্ব অর্থায়ন ও শ্রমে স্থাপিত হলো মসজিদ ( সাথে সরকারি জায়গায় গোরস্থান)।
এর মধ্য দিয়ে এই প্রথম দেশে হিজড়াদের জন্য বানানো হলো মসজিদ। এতে হিজড়া অত্যন্ত খুশি অনুভব করেছেন এবং তাদের সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে বলে মনে করেন।