📢সুখবর!
EDNOUB এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে "EDNOUB Poem Writing Competition 2024"
▶️প্রতিযোগীতা চলবে ০৪.০৯.২৪ ইং হতে ১০.০৯.২৪ ইং পর্যন্ত
📃কবিতার টপিক : "২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচারের পতন বিষয়ক"
✔️১০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে উল্লেখিত বিষয়ে কবিতা লিখে আমাদের মূল গ্রুপে পোস্ট করতে হবে (মূল গ্রুপ : English Department @ National & Other Universities of Bangladesh)
✔️বাংলা ভাষায় কবিতা লিখতে হবে।
✔️কবিতায় কোনোভাবে রাজনৈতিক আক্রমণ করা যাবেনা।
✔️কারো লেখা কপি করা যাবে না।
✔️রিয়েল আইডি থেকে পোস্ট করতে হবে।
✔️কবিতার শুরুতে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে : #EDNOUBPoemWritingCompetition2024
আর কবিতার শেষে আপনার প্রকৃত নাম, কলেজের নাম, সেশন লিখতে হবে।
✔️উপযুক্ত ছবি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যেই কবিতা লিখে পোস্ট করতে হবে।
✔️সর্বোচ্চ রিয়েক্ট (লাইক/কমেন্ট) পাওয়া ও রিচ হওয়া কবিতা বেশি প্রাধান্য পাবে।
♻️আপনার কবিতাটি আমাদের ওয়েবসাইট ও ব্লগে প্রকাশ করা হবে৷ আর দেরি না করে এখনই মনের মাধুরি দিয়ে লিখে ফেলুন আপনার কবিতা, আর পোস্ট করুন আমাদের গ্রুপে। জিতে নিন, পুরষ্কার ✌️
Stay with us
Stay with EDNOUB
#Biplob_Prodhan
#Admin
#EDNOUB